তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লার মো. খয়বর হোসেনের বাড়িতে। এ ঘটনায় নারীসহ ৪ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহরা হলেন, মিলি পারভীন, সাকিনা, আসমা ও লাইলী খাতুন। এ বিষয়ে তাড়াশ থানায় ভুক্তভোগী মিলি পারভীন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার খুটিগাছা মহল্লার মো. খয়বর হোসেনের চার মেয়ে তিন বোন। তারা পৈত্তিক সম্পত্তি ওয়ারিশী সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। কিন্তু ওই একই মহল্লার বাসিন্দা খলিল গংয়ের লোকজন আব্দুল মালেক, আব্দুল খালেক, বাবলু ও কাওছার অ্যওয়াজ দলিল মূলে ওই জমির মালিক দাবী করে রবিবার সকালে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসবাসরত বাড়িতে এসে বাড়ি-ঘর ছেড়ে যেতে বলেন। পুরুষ মানুষ বাড়িতে না থাকায় মহিলা বাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। এতে ওই সংঘবদ্ধ দল ক্ষীপ্ত হয়ে দেশিও অস্ত্র-শস্ত্র,শাবল ও লোহার রড় দিয়ে তাদের উপর আর্তকিত হামলা ও মারপিট করে। তাদের হামলা ও মারপিটে ৪ নারী মারাত্মক আহত হন। এ ব্যাপারে খলিল গংয়ের আব্দুল মালেক বলেন, আমাদের ক্রয়কৃত জায়গায় তারা বেড়া দিয়ে দখল করার চেষ্টা করেছিল। আমরা সেই বেড়া সরিয়ে দিয়েছি মাত্র। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।