1. admin@pratidineralo24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

তাড়াশে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

প্রতিদিনের আলো ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে গুয়ারাখী বড় পুকুরের প্রকৃত সুফলভোগীদের বাদ দিয়ে অবৈধ ভাবে নতুন সুফলভোগী সদস্য অন্তর্ভূক্তি করায় উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বঞ্চিত প্রকৃত সুফলভোগী গ্রামাবাসী।
বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুয়ারাখী গ্রামের বঞ্চিত প্রকৃত সুফলভোগীরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে বঞ্চিত সুফলভোগীদের পক্ষে বক্তব্য রাখেন, আলামিন হোসেনের, আবুল বাশার, আব্দুল করিম, আব্দুল মালেক, আলতাব হোসেন, আমির হামজা প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ এলাকার প্রভাবশালীদের সাথে যোগসাজশ করে মোটাংকের আর্থিক লেনদেনের মাধ্যমে প্রকৃত সুফলভোগী আড়াল করে অবৈধ ভাবে নতুন সদস্য অন্তর্ভূক্তি করেছেন। এ বিষয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি যেন প্রকৃত সুফলভোগীরা তাদের সদস্যপদ ফিরে পান ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর