1. admin@pratidineralo24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেফতার

প্রতিদিনের আলো ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

অনলাইন ডেস্ক:

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকার গোলচত্বরের ডান পাশে মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গত ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত্রী ০৩.০৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ সাকিনস্থ গোলচত্বরের ডান পাশে মহাসড়কের উপর” চেকপোস্ট করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে একটি হাইস মাইক্রোবাস থামানোর চেষ্টাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি কৌশলে চেকপোস্ট পার হয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় গাড়িটি আটক করা হয়। আটকের পর ধৃত আসামীগণ নি¤েœাক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত ০২নং আসামী পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধান পূর্বক এবং অন্যান্য ধৃত আসামীগণ পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে সমবেত হয়ে মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ কালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জমির খান (৩৯), পিতা-মৃত জহির উদ্দিন, সাং-বামনকুমার, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়, ২। চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪, মোঃ কামরুজ্জামান (৪৪), পিতা-মৃত আব্দুস সালাম মুন্সি, সাং-বিজিডাঙ্গা, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়া, থানা-লবনচরা, জেলা-খুলনা, ৩। মোঃ জহুরুল শেখ সুমন (৩৩), পিতা-মৃত মোতালেব ওরফে মাসুদ শেখ, সাং-কাঁটাখালি বটতলা, ইউনিয়ন-দেবগ্রাম, থানা-গোয়লন্দ, জেলা-রাজবাড়ি, এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭), পিতা-আব্দুল কাদের, সাং-ধনঞ্জয়, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম, এ/পি-নুরেরচালা নতুন বাজার, থানা-ভাটারা, জেলা-ঢাকা, ৫। মীর সোহেল হোসেন(২৬), পিতা-মীর নায়েব আলী, সাং-কাশিনাথপুর, থানা-মধুখালি, জেলা-ফরিদপুর, এ/পি-সিটি লেন আনন্দপুর থানা-সাভার, জেলা-ঢাকা, ৬। মোঃ রাজু(৩১),পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-উত্তর দেউলি, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, এ/পি-নরসিনপুর হামিমগ্রæপ ০৩নং গেট,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। আইয়ুব মোল্লা(৫২), পিতা-মৃত আফতাব মোল্লা, সাং-নকুরিরচর, থানা ও জেলা-গোপালগঞ্জ।

আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হওয়া সত্বেও তারা ঢাকার আশেপাশে স্থানে বসবাস করে এবং ডাকাতি করার সময় তারা সকলে একত্রিত হয়ে ডাকাতির কার্যকলাপে অংশ নেয়।

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর