1. admin@pratidineralo24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে কাজীর বিরুদ্ধে দেনমোহরানা  জালিয়াতির অভিযোগে মানববন্ধন

প্রতিদিনের আলো ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত
Oplus_2
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের নিকাহ রেজিষ্টার (কাজী) মো. আবু রায়হান তারার বিরুদ্ধে দেনমোহরানা জাল-জালিয়াতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসি। শুক্রবার বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, ইকতিয়ার মামুন, ফিরোজ কবির, মাইদুল ইসলাম, আমিনুল ইসলাম, ভূক্তভোগি হাফিজুর রহমান প্রমূখ। বক্তাগণ কাজীর জাল-জালিয়াতি তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
জানা গেছে, ২০২০ সালে রামডাকুয়া গ্রামের দুলা মিয়ার ছেলে হাফিজুর রহমানের সাথে একই গ্রামের ইজারুলের কন্যা নিলুফা ইয়াসমিনের বিয়ে হয়। এতে দেনমোহরানা করা হয় ২ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এক বছর পর দেনমোহরানার কাবিননামার নকল কপিতে দেখা যায় দেনমোহরানা ৫ লাখ ৮০ হাজার টাকা। এনিয়ে কাজীর সাথে দুলা মিয়ার মতবিরোধ দেখা দেয়। এরই প্রতিবাদে এলাকাবাসি ফুসে উঠে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এলাকাবাসি আলমগীর হোসেন বলেন, বিয়ের সময় সকলের উপস্থিতিতে দেনমোহরানা ২ লাখ ৮০ হাজার টাকা করা হয়েছে। কিন্তু কাবিন নামার নকল কপিতে দেখা যায় ৫ লাখ ৮০ হাজার। কাজী কন্যা পক্ষের সাথে আতাত করে জাল-জালিয়াতির মাধ্যমে এটি করেছে। তিনি আরও ওই কাজীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ এমনকি আদালতে মামলা রয়েছে। তদন্ত সাপেক্ষে কাজীর দৃষ্টান্তমুলক শান্তির দাবি জানান তিনি।
কাজী মো. আবু রায়হান তারা বলেন, অভিযোগ সমুহ মিথ্যা এবং ভিত্তিহীন। বিয়ে রেজিষ্ট্রি করার সময় দেনমোহরানা যা ছিল, তাই কাবিননামার নকল কপিতে তুলে দেয়া হয়েছে। ওই বিয়েটি তালাক হয়েছে। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। সেই কারণে উদেশ্যে প্রণোদিতভাবে মানববন্ধন করেছেন।
উল্লেখ গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক কাজীর বিষয়টি নিয়ে প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর