নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছ। ৩০ অক্টোবর বুধবার দুপুর হতে উপজেলার ৮ টি ইউনিয়নের যুবদলের নেতা কর্মীরা এ র্যালীতে অংশগ্রহণ করার জন্য পৌর শহরে জমায়েত হন। পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হতে এক সজ্জিত র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিভিন্ন শ্লোগানে মূখরিত হয়ে ওঠে শহরের অলি গলি।
এই র্যালীতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ন আহবায়ক মো. শুকুর মির্জা, মো. মিলন খাঁন, মো. নুরুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আব্দুল লতিফ,রয়েল মির্জাসহ সকল ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিবসহ রাজ যুবদলের নেতা- কর্মীরা।
র্যালি শেষে যুবদল নেতা তাড়াশ উপজেলার শাখার সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা দলকে সুসংগঠিত করবো।