তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে এন্টি ডিসক্রিমিনেশন সোস্যাল অর্গানাইজেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দশ হাজার তাল বীজ বপনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে “নিজে বাঁচুন পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির সকল সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি সবুজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জাকির হোসেন, মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন সহ মোয়াজ্জেম হোসেন,লাবলু হোসেন,মাসুদ রানা সহ অনেকেই। এ সময় সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা তাদের এ কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।