তাড়াশ প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশেও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের ছাত্র-ছাত্রীরা। এতে করে তাড়াশ পৌর শহরের যানযটর্প্নু গুরুত্বপুর্ন সড়ক গুলোতে ফিরেছে শৃঙ্খলা । এখন আর নেই আগের মতো কোন যানযট। সাধারণ মানুষের ভোগান্তি লাঘভেই গুরুত্বপুর্ন এমন দায়িত্ব নিজেদের কাধে তুলে নিয়েছে ছাত্র-ছাত্রীরা।
এমনকি বাজারগুলোতে মনিটরিং এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যর দাম নিয়ন্তনে রাখতে দোকানীদের মাঝে সচেতনতা মুলক লিফলেট বিতরন,দেওয়াল লিখনী সহ নানা পরামর্শ দিয়ে সহযোগীতা করছেন ছাত্র-ছাত্রীরা । তাদের এমন প্রচারনা ও কর্মযজ্ঞ্যর প্রশংসা করছেন দোকানীসহ সাধারণ মানুষেরা।
১০ আগষ্ট শনিবার সকালে থেকেই একদল সেচ্ছা-সেবী ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের উপজেলা সমন্ময়ক সাব্বির খন্দকার তাড়াশ পৌর শহরের রাস্তায় নামেন। এই ধারবাহিকতা নিয়ে তাড়াশ উপজেলায় কাজ চালিয়ে যাওয়ার ঘোষনাও দিয়েছেন তারা।