1. admin@pratidineralo24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে প্রাথমিক শিক্ষা স্তরে গমনোপযোগী প্রতিবন্ধী শিশু ও তাদের শিখন চাহিদা সনাক্তকরণে অংশীজনদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত  সুন্দরগঞ্জের দূর্গম চরে শীতবস্ত্র বিতরণ বিচারক নিয়ে অবমাননাকর মন্তব্য : নওগাঁর পিপিকে হাইকোর্টে তলব সিরাজগঞ্জে সাইকো সোস্যাল ইভেন্ট অনুষ্ঠিত নাগরপুরে সাবেক ভাইস চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মহান বিজয় দিবসে তাড়াশে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মহান বিজয় দিবসে তাড়াশে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান তাড়াশে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল তাড়াশে তিন দিন ব্যাপী বিজয়মেলার উদ্বোধন

৫ দিন ধরে নিখোঁজ একমাত্র ছেলে, পাগলপ্রায় বাবা-মা

প্রতিদিনের আলো ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৫ বার পঠিত

অনলাইন ডেস্ক:

কৃষক আবু সিদ্দিক ও শেফালী খাতুন দম্পতির একমাত্র ছেলে শিপন আলী। ১৮ বছর বয়সী একমাত্র ছেলেকে খুব কষ্টে মানুষ করছিলেন এই কৃষক দম্পতি। ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে কুষ্টিয়ায় (২৭ জুন) এসে হারিয়ে যায় শিপন আলী। তাকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছে বাবা আবু সিদ্দিক ও মা শেফালী খাতুন। কুষ্টিয়া শহর তন্ন তন্ন করে খুজেও কোথায় পায়নি একমাত্র ছেলেকে। পরে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন বাবা আবু সিদ্দিক। তবে ৫দিন অতিবাহিত হলেও ছেলের সন্ধ্যান পাওয়া যায়নি।
আবু সিদ্দিকের বাড়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের বাসিন্দা।
কুষ্টিয়া সদর থানার সাধারন ডায়েরী (জিডি) সুত্রে জানা যায়, গত ২৭ জুন, বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় কুষ্টিয়া কোর্টপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় শিপন আলী। গায়ের রং শ্যামলা বর্ণের এবং উচ্চতা ৫ফিট, ওজন ৫০ কেজি। এ ব্যপারে কুষ্টিয়া মডেল থানার জিডি নং- ২১৩৭, তারিখঃ ২৯/০৬/২০২৪।
নিখোঁজ শিপনের পিতা আবু সিদ্দিক জানান, আমার ছেলেকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার সনো হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে বাড়ী ফেরার সময় হঠাৎ সে হারিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুজি করেও এখনো তার কোন সন্ধ্যান পায়নি।
স্থানীয়সুত্রে জানা যায়, শিপন মাঝে মধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। দীর্ঘদিন সে মানসিক রোগে আক্রান্ত ছিলো। মাঝে মধ্যে ভালো থাকতো মাঝে মাঝে মানসিক রোগীর মতো আচরন করতো। এজন্যই চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো তার পরিবার। কিন্তু সেখান থেকেই হারিয়ে যায় শিপন।
স্থানীয় ইউপি সদস্য মুন্সি মোঃ মাসুদ রানা জানান, শিপন নামের ঐ ছেলেটা তার পরিবারের একমাত্র সন্তান। তাকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায় হয়ে গেছে। কেউ তার সন্ধ্যান পেলে তার পরিবারের কাছে জানানোর জন্য অনুরোধ করছি। তার পিতার মোবাইল নং- ০১৭৪১২৮৫৭৯৮।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। তবে এখনো তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। পুলিশ নিখোঁজ শিপনকে খুঁজতে চেষ্টা অব্যহত রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর