হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা উপজেলার পূর্ব বাইপাস মোড় হতে আনন্দ র্যালি করে। পরে র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে গিয়ে পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা সমন্বয়ক শিক্ষার্থী শামীম সাদিক, আবু ইয়াছিন, হুমায়ন কবির প্রমূখ। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আনন্দ র্যালি করেন। আনন্দ র্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের হাজারও শিক্ষার্থীসহ সাধারণ জনতা অংশগ্রহণ করেন। পরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে গায়েবি জানাযা ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাযা পড়ান শিক্ষার্থী হাফেজ নাইমুর রহমান। এখানে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবির ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।