1. admin@pratidineralo24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বীজ ও সার বিতরণ

প্রতিদিনের আলো ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত
Oplus_0
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি  ২০২৪-২০২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমির অধ্যক্ষ মো. একরামুল হক, বিএনপি’র আহবায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, সুন্দরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক মো. মোশারফ হোসেন বুলু, এসএপিপিও সাদেক হোসেন প্রমূখ। পরে প্রণোদনার সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
 জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ১০০ জন কৃষক প্রণোদনার বীজ ও সার পাবেন। এর মধ্যে ভূট্টা ৫ শত ৭০ জন, সরিষা ২ হাজার ৫০০ জন, মশুর ডাল ৭০ জন। বীজের সাথে প্রতিজন কৃষক ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবে। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এইসব ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর