প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে বিএনপি’র অবস্থান ও গণমিছিল কর্মসূচি
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর আওয়ামীলীগ ও তার দোসররা গুলি চালিয়ে গণহত্যাকারিদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির অবস্থান এবং গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার উপজেলার প্রাণকেন্দ্র স্বাধীনতা চত্বরে অবস্থানের পর গণমিছিল বের পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে অবস্থান নেয় নেতাকর্মীগণ। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, যুগ্ম আহবায়ক গছফ্ফার মোল্লা, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, এম মাহফুজার রহমান লেলিন, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপন, যুগ্ম আহবায়ক ইখতিয়ার হোসেন পপেল, সদস্য সচিব মিজানুর রহমান নিপু, বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজমুল হুদা, উপজেলা যুবদল আহবায়ক আব্দুর রহমানসহ আরও অনেকে। গণমিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ আওয়ামীলীগের খুনীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানান।
Copyright © 2024 প্রতিদিনের আলো ২৪. All rights reserved.