প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে রোববার সুন্দরগঞ্জ ডিড রাইটার ডিগ্রী সরকারি কলেজ মাঠ হতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী কলেজ মাঠে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক, সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার জিয়াউল ইসলাম জিয়া, মোজাহারুল ইসলাম, সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন, সদস্য সচিব মিজানুর রহমান লিপু, যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, নাহমুদুল হক রাসেলসহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতার্মীগণ। র্যালিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 প্রতিদিনের আলো ২৪. All rights reserved.