প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
সুন্দরগঞ্জের যুবলীগ নেতা সামুর ইন্তেকাল
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ আহবায়ক ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সামু সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বেসরকারি নিউরোসাইন্স হাসপাতালে শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ..........রাজেউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, পিতা, মাতা, ভাই, বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সামু পৌরসভার ৪নং ওয়ার্ডের উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রেজাউল করিম লাল মিয়ার ছেলে।
পারিবারিকভাবে জানা গেছে, সামু গত মঙ্গলবার মোটরসাইকেল যোগে স্বজনের বাড়িতে পাওয়ার পথে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গড়ের মাথা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে ঢাকার বেসরকারি নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দসহ সকল সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মাগফিরাত কামনা করেছেন।
Copyright © 2024 প্রতিদিনের আলো ২৪. All rights reserved.