হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ফুটবল খেলার মাঠে স্মরণকালের তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। চরিতাবাড়ি সাফায়েত উল্লাহ জামে মসজিদের উদ্যোগে বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ'র সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার তাফসীর মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে তাফসীর পেশ করেন মুফ্তি আমির হামজা। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, জামায়াতর জেলা নায়েবে আমির মো. মাজেদুর রহমান, উপজেলা বিএনপি'র সদস্য সচির মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমান, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের আমির মো. একরামুল হক। তাফসীর মাহ্ফিলে কমপক্ষে নারী-পুরুষ মিলে ২০ হাজার মানুষজন উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের দেখার ব্যবস্থা করা হয়েছিল।