প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ
সুন্দরগঞ্জের দূর্গম চরে শীতবস্ত্র বিতরণ
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের দূর্গম চরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। নাম পরিচয় গোপন রেখে ঢাকায় বসবাসরত এক বিত্তশালী ব্যক্তি শনিবার উপজেলার হরিপুর ইউনিয়নের ডাঙ্গার চর এবং কাপাসিয়া ইউনিয়নের উত্তর লালচামার গ্রামের কমপক্ষে ১০০ জন অসহায় বৃদ্ধ-বৃদ্ধা শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। আর এই মহৎ কাজটি পরিচালনা করছেন সুন্দরগঞ্জ বাজার মসজিদের খতিব সৈয়দ মাহমুদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মো. নুরুন্নবী সরকার, মো. শফিউল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক মিয়া, মো জরিফ মিয়া প্রমুখ। চলতি শীত মৌসুমে এক হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।
সুন্দরগঞ্জ বাজার মসজিদের খতিব সৈয়দ মাহমুদ হাসান বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন হতে পরিচয় গোপন রেখে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তার পক্ষে এই কাজে সহায়তা করে আসছেন তিনি। এটি একটি নিরপেক্ষ কাজ, এখানে কোন দলমত নেই। বিভিন্ন ইউনিয়নের প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের সহায়তা নিয়ে একদম অসহায়-অস্বচ্ছল শীতার্ত ব্যক্তিগণের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় শীতার্ত মানুষগুলো।
Copyright © 2024 প্রতিদিনের আলো ২৪. All rights reserved.