প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ
সিরাতুন্নবী (সাঃ) পালনে সুন্দরগঞ্জে বর্ণাঢ্য র্যালি
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী বা সিরাতুন্নবী পালিত হয়েছে। সোমবার ভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। দিবসটি পালনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও তার সহযোগি সংগঠন উপজেলায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি উপজেলার বাহিরগোলা মোড় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মো. আতাউর রহমান, পৌর আমীর মো. একরামুল হক, সাবেক পৌর মেয়র মো. নুরুন্নবী প্রামানিক সাজু প্রমূখ।
Copyright © 2024 প্রতিদিনের আলো ২৪. All rights reserved.