তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে উপজেলার তাড়াশ পৌরসভার সোলাপাড়া যুব সমাজের আয়োজনে ওই সোলাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই এলাকার ছাত্র ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহমেদ আলীর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর ডাঃ মোঃ আয়নুল হক রানা। এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাব্বির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসীন আলী,সাংবাদিক আলা উদ্দিন,জিপরুল হোসাইন,আইয়ুব আলী, পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।