"বিসমিল্লাহির রহমানির রহিম"
"সৃষ্টিতে বিশ্বাস" "নবীনের উল্লাস"
প্রিয় তাড়াশ বাসী,
আসসালামু আলাইকুম।
দীর্ঘ প্রতিক্ষার পর আবারও নতুন উদ্দীপনায় দীর্ঘ ১৩ বছরের জমকালো ঐতিহ্য নিয়ে ফিরে আসছে বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ তার ১৪ তম বর্ষ পুর্তি আয়োজন নিয়ে।
আপনাদের বিনোদনের জন্য এবার আসছি আগামী ৩১ ডিসেম্বর মাস ব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে।
এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার সন্ধ্যা ৭ টায় তাড়াশ বাসস্ট্যান্ড সংলগ্ন বিহঙ্গের অস্থায়ী কার্যালয়ে জরুরি মত বিনিময় সভা ও প্রস্তাবিত কমিটি উন্মোচন এর আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় নতুন,পুরাতন সকল সদস্য এবং সকল শুভাকাঙ্ক্ষী দের উপস্থিতি কামনা করছি।
আপনাদের পরিশ্রম এবং মূল্যবান পরামর্শই আমাদের দীর্ঘ ১৪ বছরে পদার্পণের মূলমন্ত্র।
আগামী ৩১ ডিসেম্বর মাসব্যাপী বিরাট আয়োজনের লক্ষে তাড়াশের গ্রাম,স্কুল,কলেজ থেকে প্রতিভাবান ও আগ্রহী নতুন সদস্য সংগ্রহ চলবে।আগ্রহীদের যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
শুভেচ্ছান্তেঃ- মোঃ শেখসাদী সোহাগ,
প্রতিষ্ঠাতা পরিচালক,বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ,তাড়াশ।