1. admin@pratidineralo24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

বিবাহিত কোন এক মেয়েকে নিয়ে লেখা কবিতা

প্রতিদিনের আলো ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫৮ বার পঠিত

এম সনজু কাদের

(কবিতাটি চলন বিল হতে অনেক দুরে বিবাহিত কোন এক মেয়েকে নিয়ে লেখা)

কে যাও ভাই চলনবিলে আমায় নিয়ে যাও

সেথায় আমার বাপের বাড়ী তাড়াশ থানা গাও।

নামটি তাহার সাচান দিঘী বারুহাসের পাশে

চলনবিলে নামিয়ে দিলেই যাব অনায়াসে।

বাডীর পাশে তালের গাছে ছিল সারী সারী

মাঝে ছিল শাহী পুকুর পূর্ব পারে তার বাড়ী।

সিংড়া হতে যাইত দেখা আমার ছোট্ট গাঁও

ভাঙ্গুড়া হতে বাইত বাতাস আসত পালের নাঁও।

গুরুদাসপুরের চাঁচকৌড়ের হাট গেছি ভুড়ি ভুড়ি

হোটেল ছিলনা ক্ষুধার জ্বালায় খাইছি কিনে মুড়ি।

ঠেলা নৌকায় আসতে বাড়ী হইত অনেক রাত

মা আমার থাকত জেগে খাইত নাকো ভাত।

সাচান দিঘীর পশ্চিম পাশে ধু-ধু করত বিল

যাইত দেখা নাটোর জেলা কাঁপত ভয়ে দিল।

হায়রে কত নৌকায় চড়ে দিলাম ছাতির পাল

বৈঠা দিয়ে হাউস করে বিলে ধরছি কত হাল।

হায়রে কত বৃষ্টির দিনে হয়েছি কাক ভেজা

কাদা রাস্তায় উল্টে পড়ে পেয়েছি কত ব্যথা।

স্কুলেতে যাওয়া আসায় তুলছি কত লাইন

সেই কারনে বাড়ীত এসে শুনছি কত গাইল।

সেইযে এসেছি স্বামীর বাড়ী এিশ বছর ধরে

মনটি আমার বাপের বাড়ী আজও আছে পড়ে।

সাচানদিঘী, তাড়াশ, সিরাজগঞ্জ # ০১৭৬১-৭১২২৩১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর