হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন দৈনিক মানবজমিন পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিঠু। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …………রাজেউন)। তিনি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের আজিজল হক সরকারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় ছিলামনি বাজার ঈদগাঁ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে গাইবান্ধা জেলা ও সুন্দরগঞ্জ উপজেলার সকল কর্মরত সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাংবাদিকতা পেশায় তিনি দৈনিক মানবজমিন ছাড়া দীর্ঘদিন ধরে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজও আগামিকাল এবং গাইবান্ধা থেকে প্রকাশি দৈনিক জনসংকেত পত্রিকায় কাজ করে আসছিলেন।