প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ
তাড়াশ প্রেসক্লাবের পুনার্ঙ্গ কমিটি গঠন
তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের পুনার্ঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অধ্যাপক সাব্বির আহম্মদ এর সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় এই কার্যকরী কমিটি গঠিত হয়। উক্ত সভায় সংখা গরিষ্ঠ সদস্যগনের সমর্থনের ভিত্তিতে কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃৃহিত হয়। এতে অধ্যাপক সাব্বির আহম্মদ (আমাদের সময়) কে সভাপতি, রফিকুল ইসলাম ( দি ডেইলি ট্রাইব্যুনাল) কে সহ সভাপতি, এম ছানোয়ার হোসেন সাজু (প্রথম প্রহর) কে সাধারন সম্পাদক, মহসীন আলী (সকালের সময়) কে যুগ্ম সাধারন সম্পদক,আলহাজ্ব আলি রনি(বিজয় টিভি) কে সাংগঠনিক সম্পদক,গোলাম কিবরিয়া উজ্জ্বল (চলনবিলের আলো)কে কোষাধ্যক্ষ,মুন্নি আহম্মেদ (দৈনিক সোনালী বার্তা)কে দপ্তর সম্পাদক, প্রভাষক মহাররম আলী( দি বিজনেস পোস্ট)কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, শুকর মির্জা (দৈনিক যমুনা প্রবাহ) কে সাহিত্য সম্পাদক, এম এ মাজেদ(মানব জমিন) কে কার্যকরী সদস্য ও মনিরুল ইসলাম (বাংলাদেশের খবর) কে কার্যকরী সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
Copyright © 2024 প্রতিদিনের আলো ২৪. All rights reserved.