প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
তাড়াশে ১৭ বছর পর জামায়াতে ইসলামী নেতা কর্মীদের সমাবেশ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে ১৭ বছর পর জামায়াতে ইসলামী নেতা কর্মীদের সমাবেশ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় ৩ নং সদগুনা ও ৪ নং মাগুড় বিনোদ ইউনিয়নের আয়োজনে নাদোসৈয়দপুর জন কল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে মাগুড়া বিনোদ ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি ডা. মোশাররফ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে
ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকরী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওঃ শাহিনুর আলম,নাটোর জেলার আমির অধ্যাপক ড..মীর মোঃ নূরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার নায়েব আমির মাওঃ আব্দুস সালাম,কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিঃ মো. মনোয়ার হোসেন (রঞ্জু)। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী তাড়াশ শাখার আমির খ.ম. সাকলাইন,গুরুদাসপুর শাখার আমির আব্দুল মালেক মোল্লাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ।
Copyright © 2024 প্রতিদিনের আলো ২৪. All rights reserved.