চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র তাড়াশ উপজেলা শাখার সভাপতি স. ম. আফছার আলীকে। অপর দিকে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আব্দুল জব্বার। এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীরা। গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স. ম. আফসার আলীকে কলেজের সভাপতি ও মো. আব্দুল জব্বারকে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে ওই কলেজের এডহক কমিটি অনুমোদন দিয়েছেন।