তাড়াশ প্রতিনিধি :
“মানবতার কাজে সবার পাশে ” এই প্রতিশ্রুতি নিয়ে ওমর ফারুক নামের এক বিশেষ চাহিদা সম্পুর্ন ব্যক্তিকে দোকান ও হুইল চেয়ার দিয়ে সহায়তা করলেন
ভিলেজ ভিশন বাংলাদেশ নামের স্বেচ্ছাসেবী
সংগঠনটি। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ঝুরঝুরি গ্রামে তার হাতে দোকানের মালামাল (টেকনিশিয়ান)একটা হুইলচেয়ার, দোকানের জন্য টেবিল ও কিছু ( গ্যাস লাইট,গ্যাস,টর্চলাইট,তালাচাবি)
ও হুইল চেয়ার প্রদান করা হয়। জানা গেছে, ওমর ফারুকের বিয়ের বয়স দুই বছর। বিয়ের দেড় মাস পরে তালগাছ থেকে পরে তার কোমড় ভেঙে যায়।বাবাও অনেকদিন আগে ব্রেন স্ট্রোক করে। পিতা অচল অবস্থায় হাটে হাটে গ্যাস লাইট ও টর্চ লাইট মেকারি করে যা আয় হয় তাই দিয়ে ৪ জনের সংসার কোনমতে চলে। অসুস্থ পিতাপুত্রের বিভীষিকাময় জীবন অতিবাহিত করতে দেখে ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার সুখ পাখি সিরাজগঞ্জ, আলোর জন্য যাকাত তহবিল হতে এ ব্যবস্থা গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল ইসলাম মোহতামিম আগরপুর মাদরাসা,কারি আবুল কালাম মোয়াজ্জিন তাড়াশ উপজেলা পরিষদ জামে মসজিদ। ডাঃ রাজু আহমেদ, মোঃ আলহাজ,তাইবুর খন্দকার,সাকিব,তুহিন, মোঃ আপন , ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।