1. admin@pratidineralo24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

তাড়াশে বিভিন্ন ধরনের বৃক্ষ চারা রোপন

প্রতিদিনের আলো ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত
তাড়াশ,প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে  বৃক্ষ চারা রোপন করা হয়েছে।  ১১ নভেম্বর সোমবার  সকালে গ্রীন বাংলাদেশ ক্লিন বাংলাদেশ এই প্রতিপাদ্য  সামনে নিয়ে  ভিলেজ ভিশন বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার  দিঘি সদগুনা  টু লালুয়ামাজিরা আঞ্চলিক সড়কে  এই বছরের বৃক্ষ  চারা রোপন করার শেষ ইভেন্ট ৬০টি গাছ গুলো রোপন করা হয়েছে। এর মধ্যে  উল্লেখযোগ্য অর্জুন, বহেরা, নিম, বট ,পলাশ, জারুল ,কৃষ্ণচূড়া ,কাঠ বাদাম, জাম, আমলকি ।  উক্ত গাছ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামন  সহ অন্যান্য শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ,  ভিলেজ ভিশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী  সাইফুল ইসলাম, ভলেন্টিয়ার  তুহিন সরকার, আপন  ও ভিলেজ ভিশন বাংলাদেশ এর পরিচালক শরীফ খন্দকার।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর