তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে গণ উন্নয়ন কেন্দ্র ( জিইউকে) ‘র প্রকল্প ভিত্তিক বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প অফিস পরিদর্শন করেছেন সাইটসেভা্র্স এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও।
১৯ নভেম্বর , ২০২৪ তারিখে Disability Inclusive Development (Task Order-45) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অফিস পরিদর্শকনকালে উপস্থিত ছিলেনউপজেলা শিক্ষা অফিসার মো: মুসাব্বির হোসেন খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফ আলী মোঃ মনিরুজ্জামান হোসেন। এছাড়াও কনসোর্টিয়াম প্রজেক্ট এন্ড মিল ম্যানেজার মৃনাল কান্তি দাস, সাইটসেভার্স ও কনসোর্টিয়াম পার্টনার গ্রাম বিকাশ সংস্থার নির্বাহী প্রধান এবং গণ উন্নয়ন কেন্দ্র এর সমন্বয়কারী আফতাব হোসেন উপস্থিত ছিলেন। উক্ত প্রকল্পটি গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়নে ও সাইটসেভার্স এর সহযোগীতায় তাড়াশ উপজেলায় ১৫ টি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও ২টি ওপিডি সংগঠনের সক্ষমতা এবং দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।