তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে ক্লিনিক্যাল ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩১আগষ্ট শনিবার দিনব্যাপী গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস)’র আয়োজনে ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি’র সহযোগিতায় শিখবো সবাই প্রকল্পের মাধ্যমে তাড়াশ ডিগ্রী কলেজে প্রতিবন্ধী শিশুদের শারিরীক, মানসিক,দৃষ্টি ও শ্রবণ পরিক্ষা নিরিক্ষা ও সেবা প্রদানের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিডিডি’র মনিটরিং অফিসার আলিফ শিশ ইসলাম,জিবিএস’র আরআরসি ম্যানেজার মোঃ জমির আলী, শিখবো সবাই প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ দিলদার হোসেন,মনিটরিং অফিসার মোঃ মহব্বত আলীসহ কর্মরত সকল স্টাফবৃন্দ।