মো দুলাল হোসেন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাধাইনগর ইউনিয়নের কৃষ্ণাদীঘি হাটখোলা স্কুল মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাশিদুল ইসলাম রাসু।
এতে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর।
তাড়াশ সদর ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি’র আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাড়াশ পৌর বিএনপির’র আহবায়ক তপন গোস্বামী, অধ্যাপক আব্দুর রহিম, বিএনপি’র নেতা জয়নুল আবেদীন মাহবুব, তাড়াশ পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব মো. অাব্দুল বারিক খন্দকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পিএম নজরুল ইসলাম প্রমুখ।