তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে কেয়ার গিভারদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট বৃহস্পতিবার ইউআরসি হলরুমে গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুর কেয়ার গিভারদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিখবো সবাই /ডিআইডি টু ৪৫ প্রকল্প’র অধীনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি )‘ঢাকার সহযোগীতায় ২১ আগষ্ট তারিখে গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুর কেয়ার গিভারদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের আয়োজন করে গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস)। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত) মোঃ ইলিয়াস হাসান শেখ,সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি )‘ঢাকার ডেভেলপমেন্ট অফিসার মোঃ সাজ্জাদ কবির,ইসরাত জাহান রুপা,সানজানা জামান। তারই সমাপনী অনুষ্ঠানে ২২ তারিখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) আরআরসি ম্যানেজার মোঃ জমির আলী, শিখবো সবাই /ডিআইডি টু ৪৫ প্রকল্প’র প্রজেক্ট অফিসার মোঃ দিদার হোসেন,মনিটরিং অফিসার মোঃ মহব্বত আলীসহ সকল স্টাফবৃন্দ।