অনলাইন ডেস্ক:
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বাংলাদেশের প্রথম সারির ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার ময়মনসিংহ রিজিযওনের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন মেডিকেল কলেজ, সদর হাসপাতাল এবং উপজেলা হেলথ কমপ্লেক্স সমূহে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’
দিবসটি উপলক্ষে (গত ৫,৬,এবং ৭ জুন ) অপসোনিন ফার্মা লিমিটেডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ উপলক্ষে হাজার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ – এই স্লোগানকে সামনে রেখে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: আবুল কালাম আজাদ ও মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীগণ জামালপুর মেডিকেল কলেজে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন।
এসময় ওষুধের সাথে এ ধরনের কর্মসূচির সম্পর্ক বিষয়ক প্রশ্নের জবাবে অপসনিনের কর্মকর্তা জনাব মোঃ রবিউল ইসলাম রাসেল বলেন যে সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা থেকেই অপসোনিন ফার্মার ম্যানেজমেন্ট এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছে, যার সাথে বিক্রয় এবং বিপণনের কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন আপনি জেনে খুব খুশি হবেন যে অপসোনিন ফার্মা লিমিটেড ইউএস-এফডিএ, ইউকে-এমএইচআরএ, টিজিএ- অস্ট্রেলিয়া এবং ইইউ-এর গাইডলাইন অনুযায়ী ৬০০+ একর জমিতে বরিশালের রূপাতলীতে বৃহত্তম ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট চালু করেছে, যা দক্ষিণ এশিয়া উপমহাদেশের বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কারখানাগুলির মধ্যে একটি।