1. admin@pratidineralo24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

কি অপরাধ ছিলো ভুট্টা গাছের  !    কে করলো এমন শত্রুতা

প্রতিদিনের আলো ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পঠিত
তাড়াশ  প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে কি অপরাধ ছিলো ভুট্টা গাছের  !    কে করলো এমন শত্রুতাপূর্বশত্রুতার জেরে খোকন সরকার নামের এক কৃষকের রোপণকৃত ১০ বিঘা ভুট্টার জমিতে পঁচানো ও পোড়ানো বিষ প্রয়োগে ভুট্রার গাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সগুনা ইউনিয়নের পতিরামপুর মৌজায় এ ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি  হয়েছে। এ বিষয়ে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক খোকন সরকার। কৃষক খোকন সরকার নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বামনবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে এবং সগুনা ইউনিয়নের পোঁয়াতী গ্রামের বেলাল হোসেনের মেয়ে জামাই। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের পোঁয়াতী মৌজায় দুই মাস পূর্বে ১০ বিঘা জমি লীজ নিয়ে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে ভ‚ট্রার বীজ লাগানো হয়। ভুট্রা লাগানোর পর থেকে অদ্যবদি পর্যন্ত সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। কিন্ত গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে কে বা কারা তাঁর ওই ১০ বিঘা রোপণকৃত ভুট্রার জমিতে পঁচানো ও পোড়ানো বিষ প্রয়োগে ভুট্রার গাছ নষ্ট করে ফেলে। শনিবার সকালে খোকন লোক মারফত বিষয়টি জানতে পেরে তার ওই ভুট্রার জমিতে গিয়ে ভুট্রা গাছ পঁচা ও পোঁড়ানো দেখতে পায়। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর