হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উত্তরণ পাঠাগারের কমিটি গঠন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ রাকিবুজ্জামানকে সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সাগরকে সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান আহমেদকে অর্থ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে রোববার বিকালে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ হলরুমে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পাঠাগারের উপদেষ্টা এ বি এম সাইফুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুর রহমান আরিফ, সাবেক সভাপতি শাখিফুজ্জামান, জাকিউল আলম, সাধারণ সম্পাদক সুজন বসুনিয়া, স্থায়ী পরিষদের সদস্য সাজেদুল আকাশ। পরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৌমিক, ইকবাল মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন সৌরভ, এ আর কবির মানিক, সাংগঠনিক সম্পাদক আজমাইন ইসতিয়াক শ্রাবণ, শিক্ষা সম্পাদক মেহেদী হাসান তন্ময়, পাঠচক্র সম্পাদক ফারদিন হাসান লিয়ন, সমাজকল্যান সম্পাদক মাহী শাহরিয়ার মিতুল, প্রচার সম্পাদক বিকাল চন্দ্র শীল, নিবার্হী সদস্য মোরশেদুল আকন্দ মুরাদ, নন্দন বর্মন, রাকিবুল ইসলাম ও আতিয়া ফাইরুজ নুশিন।